পুঠিয়ায় করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১১:১৭

রাজশাহীর পুঠিয়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাহাবুল ইসলাম (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন ।
গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর পর রাতেই পারিবারিকভাবে তার মরদেহ দাফন করা হয়েছে। মাহাবুল উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকার মৃত জেকের আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। সেখানেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর তিনি গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।