Logo
×

Follow Us

বাংলাদেশ

নাটোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১৫:১১

নাটোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার ছোট ভাই মালেক (৫০) তার বড় ভাই খালেক আলীকে (৫৫) ধারালো হাসুয়া দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল মঙ্গলবার (৬ মার্চ) রাতে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুরুলিয়া গ্রামের মৃত রওশন আলীর দুই ছেলে খালেক ও মালেক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে বাড়ির ভেতরে একটি টয়লেট নির্মাণ করাকে কেন্দ্র করে মালেক ও তার ছেলে আব্দুর রাজ্জাকের সাথে খালেকের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে খালেক ও তার বড় ছেলে নুরুল আলীকে কুপিয়ে গুরুতর জখম করে মালেক।

পরে স্থানীয়রা খালেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুরুল গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, হত্যার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫