Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি দিতে টাকা দাবি আ.লীগ নেতার

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১৩:৪৯

প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি দিতে টাকা দাবি আ.লীগ নেতার

পাবনার সাঁথিয়া উপজেলায় ভুমি ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেয়া বাড়ি বরাদ্দ দিতে দরিদ্র এক নারীর কাছে ৫৫ হাজার টাকা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে করমজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু দাউদ নান্নুর বিরুদ্ধে।

গত রবিবার (১১ এপ্রিল) সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট দায়েরকৃত এক অভিযোগ সূত্রে একথা জানা গেছে।

অভিযোগে বলা হয়, মুজিবশতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার দেয়া মল্লিকপাড়া প্রকল্পে একটি বাড়ি বরাদ্দ পেয়েছেন করমজা ইউনিয়নের সরদার পাড়ার মমতাজ বেগম নামের ওই নারী। ইতিমধ্যে বরাদ্দকৃত বাড়ির চাবিও তাকে বুঝিয়ে দেয়া হয়েছে। কিন্তু মমতাজের কাছ থেকে ওই নেতা বাড়িটি বাবদ ৫৫ হাজার টাকা দাবি করেছেন। ইতিমধ্যে তার স্ত্রী নানা ভয়ভীতি দেখিয়ে মমতাজের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন। বাকি ৫০ হাজার টাকা আগামী সাতদিনের মধ্যে পরিশোধের জন্য হুমকি দিয়েছেন।

মমতাজ এ বিষয়ে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। 

সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ জানান, এ বিষয় নিয়ে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারীরা তদন্ত প্রতিবেদন জমা পেলে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫