Logo
×

Follow Us

আন্তর্জাতিক

অ্যাস্ট্রাজেনেকার টিকা বাতিল করল ডেনমার্ক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ২১:৩৬

অ্যাস্ট্রাজেনেকার টিকা বাতিল করল ডেনমার্ক

টিকা নিয়ে রক্ত জমাট বাঁধায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকার ব্যবহার বাতিল করেছে ইউরোপের দেশ ডেনমার্ক।

বিবিসি জানায়, বুধবার (১৪ এপ্রিল) দেশটির সরকারি ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। 

টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার কারণে ইউরোপের অনেক দেশ অক্সফোর্ডের টিকার ব্যবহার সাময়িক স্থগিত করলেও, ডেনমার্ক ইউরোপের প্রথম দেশ হিসেবে এই টিকার ব্যবহার বন্ধ করল।

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) গত সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার সম্ভাবনার কথা জানালেও এর চেয়ে উপকারিতাকে প্রাধান্য দিয়েছে।

ইউরোপের বেশ কিছু দেশ এর আগে এই টিকা ব্যবহারের উপর সাময়িক স্থগিতাদেশ দিলেও বেশিরভাগ দেশ আবারও অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া শুরু করেছে।

গতকাল মঙ্গলবার টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার কারণে মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়ার ক্ষেত্রেও স্থগিতাদেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫