Logo
×

Follow Us

বাংলাদেশ

এখন করোনা রোগীরা আগের চেয়ে দ্রুত মৃত্যুবরণ করছেন : আইইডিসিআর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১২:৩৪

এখন করোনা রোগীরা আগের চেয়ে দ্রুত মৃত্যুবরণ করছেন : আইইডিসিআর

দেশে করোনাভাইরাসের তীব্রতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।  হাসপাতালে ভর্তি হওয়া করোনায় রোগীরা আগের চেয়ে দ্রুত মৃত্যুবরণ করছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) কর্তৃক প্রকাশিত দেশের কোভিড-১৯ পরিস্থিতির উপর একটি প্রতিবেদনে এটি বলা হয়।

গতকাল (১৭ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২৮ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত  কোভিড-১৯ আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির হার ছিল ৪৪%। মৃত রোগীদের মধ্যে ৪৮% হাসপাতালে ভর্তি হওয়ার ৫ দিনের মধ্যে মারা গেছেন। ১৬% মৃত্যুবরণ করেন ভর্তির ৫-১০ দিনের মধ্যে।

মৃতদের মধ্যে ৫২% উপসর্গ শুরুর ৫ দিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

এ ছাড়া গত বছরের জুলাই মাসে যখন কোভিড-১৯ সংশ্লিষ্ট মৃত্যুহার ছিল সর্বোচ্চ। সে সময়ে নারী-পুরুষের মৃত্যুর অনুপাত ছিল ১:৩.৫। এ বছরের এপ্রিলে এসে দেখা যাচ্ছে যে, নারী-পুরুষের মৃত্যুর অনুপাত ১:২.২৩। অর্থাৎ গত বছরের চেয়ে নারী অধিক হারে মৃত্যুবরণ করছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫