মামুনুল গ্রেফতারে ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১৭:২৫

হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক রয়েছে পুলিশ। অতিরিক্ত ৪’শ পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন স্থানে।
রবিবার (১৮ এপ্রিল) দুপুরের পর শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ দলবেঁধে অবস্থান নেয়। বিশেষ করে জেলা শহরের প্রবেশ মুখগুলোতে কড়াকড়ি অবস্থান লক্ষ্য করা গেছে তাদের।
এছাড়া শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে।
গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা-ভাংচুর এবং আগুন দেয়ার ঘটনায় এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুইটি মামলা হয়েছে।
এসব মামলার এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি ৩৫ হাজারেরও বেশি।