Logo
×

Follow Us

বাংলাদেশ

কালীগঞ্জে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ২৩:১৭

কালীগঞ্জে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

মৌমাছির কামড়ে মৃত কিশোর পাল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৌমাছির কামড়ে কিশোর পাল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) সকালে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। কৃষক কিশোর পাল বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান জানান, সকালে কিশোর পাল গ্রামের মাঠে নিজের জমি দেখতে যান। এসময় ক্ষেতে থাকা মৌমাছির চাকে আঘাত লাগলে মৌমাছির দল কিশোর পালকে কামড়াতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারা যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫