Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনার মধ্যেই কমলনগরে অদম্য পাঠশালা চালু

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১২:৫৯

করোনার মধ্যেই কমলনগরে অদম্য পাঠশালা চালু

ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় যখন সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে ঠিক তখনই সার্বজনীন শিক্ষাসহ পড়াশুনা অব্যাহত রাখতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে লক্ষ্মীপুরের কমলনগরে চালু করা হলো অদম্য পাঠশালা। 

গতকাল বুধবার (২১ এপ্রিল) উপজেলার বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে কমলনগরের কাদিরপন্ডিতের হাট এলাকায় এ পাঠশালাটির উদ্বোধন করা হয়েছে।

কমলনগর উপজেলা বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভাপতি ডা. প্রভাকর মন্ডলের উদ্যোগে পাঠশালাটি চালু করা হয়। এসময় উপস্থিত ছিলেন- কমলনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মজিদ, লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মিলন মন্ডল, ফিরোজ আলম ও রিমন আহমেদ রাজুসহ আরো অনেকে।

আয়োজকরা জানান, পড়াশোনা অব্যাহত রাখতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিনা বেতনের স্কুল অদম্য পাঠশালা কার্যক্রম শুরু করা হয়েছে। শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এখানে বিনামূল্যে পড়ানো হবে। এই কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

এদিকে কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের এ উদ্যোগকে স্বাগত জানালেও তিনি বলেন, এই মুহুর্তে এধরণের উদ্যোগ গ্রহণ করা সময়োপযোগী হয়নি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫