Logo
×

Follow Us

বাংলাদেশ

সূর্যমুখী ফুলে কৃষকের হাসি

Icon

রহিম রেজা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১১:৩২

সূর্যমুখী ফুলে কৃষকের হাসি

নলছিটি উপজেলায় সূর্যমুখী ফুলের চাষ। ছবি: ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। সূর্যমুখী ক্ষেত ফুলে ফুলে ভরে গেছে। সূর্যমুখীর হাসিতে ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সূর্যমুখী তেলের চাহিদা বেড়ে যাওয়ার কারণে সূর্যমুখী চাষ শুরু হয়েছে। 

পৌরসভার সারদল এলাকার কৃষক হেলাল তালুকদার জানান, আমি কৃষি অফিসের পরামর্শে এবং কৃষি পুনর্বাসন প্রকল্পের আওতায় সূর্যমুখীর বীজ ও সার পেয়ে ৩৩ শতাংশ জমিতে সূর্যমুখীর চাষ করি। বর্তমানে সূর্যমুখী ক্ষেতে ফুল আসতে শুরু করেছে। এমন পরিবেশে সূর্যমুখী ফুল অনেকের দৃষ্টি কেড়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি জানান, এ উপজেলায় কৃষি দপ্তরের সহযোগিতায় এবার ৭৬ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। বর্তমানে সূর্যমুখী ক্ষেতের যে অবস্থা তাতে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষক ও কৃষি বিভাগ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫