Logo
×

Follow Us

বাংলাদেশ

২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল হবে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১৮:০৫

২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল হবে

রাজধানীর মানিকনগরে বিধিনিষেধ অমান্য করায় রিকশা উলটে রেখেছে পুলিশ। ছবি: স্টার মেইল

সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ আগামী ২৮ এপ্রিলের পর শিথিল হতে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস। তবে ‘নো মাস্ক নো সার্ভিস’ শতভাগ বাসতাবায়নের পথে হাঁটবে সরকার।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।

তিনি বলেন, আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিস- এটা শতভাগ বাস্তবায়ন করা হবে। মানুষ মাস্ক পরবে, শারীরিক দূরত্ব বজায় রাখবে। জীবন ও জীবিকার কথা বিবেচনায় রেখে দোকানপাট ও শপিংমল খুলে দেয়া হচ্ছে। কেউ যেন মাস্ক ছাড়া কেনাকাটা না করে, সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, গণপরিবহন চালুর বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে। চালু হলেও তো স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। আমাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই সেটা করা হবে। যেভাবে আস্তে আস্তে বন্ধ হয়েছে, সেভাবে খুলবে।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ ঘোষণা করে সরকার। এরপর দুই দফায় বিধিনিষেধ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫