Logo
×

Follow Us

বাংলাদেশ

ক্যাম্পে স্বামী-স্ত্রীসহ ৩ রোহিঙ্গার রক্তাক্ত মরদেহ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ২১:৩৪

ক্যাম্পে স্বামী-স্ত্রীসহ ৩ রোহিঙ্গার রক্তাক্ত মরদেহ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে কুতুপালং দুই নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোহিঙ্গারা হলেন—ক্যাম্পের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে প্রথমে নুর ইসলাম তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে আসলে শ্যালিকাকে কুপিয়ে হত্যা করা হয়। এতে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে নিজেই আত্মহত্যা করে। তবে তার শরীরেও বিভিন্ন আঘাত দেখা গেছে। সে একজন মাদকসেবী ছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেশী ও নিহতের স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছে। তাদের সংসারে ৩টি শিশুও রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ব্যাপারে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বৈঠক হয়েছে।

কুতুপালং ক্যাম্পের ইনচার্জ এর দায়িত্বে থাকা উপ-সচিব মো. রাশেদুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী, স্ত্রী ও শ্যালিকাসহ তিনজন খুন হয়েছে। লাশ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

উখিয়া থানার ওসি আহমেদ মনজুর মোরশেদ জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫