Logo
×

Follow Us

বাংলাদেশ

নেত্রকোনায় নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ২৩:৫৯

নেত্রকোনায় নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে নেত্রকোনার এক থানায়ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে নেত্রকোনার পূর্বধলা থানায় এ অভিযোগ দায়ের করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেত্রকোনা জেলা শাখার সহ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রতন।

তিনি ধর্মীয় অবমাননা, সাম্প্রদায়িক উস্কানি এবং মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগ এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এই সাবেক ভিপি নুরের বিরুদ্ধে।

এ অভিযোগ দায়ের সত্যতা স্বীকার করে পূর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে হেফাজতে ইসলামের হামলা-ভাংচুর এবং হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর ছাত্র অধিকার পরিষদের নেতা নুর ফেইসবুক লাইভে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধর্ম নিয়ে সমালোচনা করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫