Logo
×

Follow Us

বাংলাদেশ

হেফাজত তাণ্ডব : গুজব ছড়ানোর অভিযোগে ২ ইমাম গ্রেফতার

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১৫:৪৪

হেফাজত তাণ্ডব : গুজব ছড়ানোর অভিযোগে ২ ইমাম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় গুজব ছড়ানোর অভিযোগে ২ ইমামকে গ্রেফতার করে পুলিশ

হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের সময় মসজিদের মাইকে ঘোষণা করে গুজব ছড়ানোর অভিযোগে দুই ইমামসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে রবিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার করা দুই ইমাম হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা বঙ্গবন্ধু হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম দেলোয়ার হোসেন ও ঘাটুরা হরিনাদি জামে মসজিদের পেশ ইমাম ইকবাল হোসেন।

রবিবার সকালে পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের ঘটনায় রবিবার সকাল পর্যন্ত ৩৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুইটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় এজহারনামীয় আসামি ৪১৪ জন ও অজ্ঞাতনামা আসামি ৩৫ হাজারেরও বেশি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫