Logo
×

Follow Us

বাংলাদেশ

রাঙ্গামাটিতে চাঁদের গাড়ি উল্টে আহত ৩

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১৭:৩৯

রাঙ্গামাটিতে চাঁদের গাড়ি উল্টে আহত ৩

চাঁদের গাড়ি উল্টে আহত এক যুবক। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কাঠ বোঝাই চাঁদের গাড়ি (জিপ গাড়ি) উল্টে তিন যুবক আহত হয়েছেন। 

রবিবার (২৫ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার কাপ্তাই ইউনিয়নের দুর্গম লক্ষ্মীধন কারবারিপাড়ায় এ ঘটনায় ঘটে। 

আহতরা হলেন- কাপ্তাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাঙামুড়া তনচংগ্যা পাড়ার উপাঞ্জন তংচঙ্গ্যা ও সুরেশ তনচংগ্যা এবং একই ইউনিয়নের হরিণছড়া ২ নং ওয়ার্ডের মং থোয়াই মারমা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা তিনজনই কাঠ বোঝাই চাঁদের গাড়ি নিয়ে ভাঙামুড়া এলাকা থেকে হরিণছড়া এলাকার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে মং থোয়াই মারমার মাথায় গুরুতর আঘাত লেগেছে।

কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, দুপুরে কাপ্তাই ইউনিয়নের দুর্গম লক্ষ্মীধন কারবারিপাড়ায় চাঁদের গাড়ি উল্টে তিনজন আহত হয়েছে। তাদের চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালের সার্জারি চিকিৎসক ডা. বিলিয়ম এ সাংমা জানান, মং থোয়াই মারমার মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি, যদি অবস্থার অবনতি হয় তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। তবে অন্য দুইজন শঙ্কামুক্ত আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫