Logo
×

Follow Us

বাংলাদেশ

নবাবগঞ্জে বাস ডিপোতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১১:৫৪

নবাবগঞ্জে বাস ডিপোতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাস ডিপোতে অগ্নিকাণ্ডে কয়েকটি বাস পুড়ে যায়। ছবি: সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাস ডিপোতে আগুন লেগেছে। এ সময় বাসস্ট্যান্ডে থাকা কয়েকটি বাসে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। 

আজ বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার পর আগুনের সূত্রপাত হয়। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের বেশ কয়েকটি বাস রাখা ছিল। এ সময় পুড়ে গেছে নয়টি বাস ও চার থেকে পাঁচটি দোকান।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫