
আটক মো. রাজ আহমেদ রনি। ছবি: পাবনা প্রতিনিধি
পাবনা সদর থানাধীন ছোট শালগাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ উত্তেজক সিরাপ উদ্ধারসহ একজনকে আটক করেছেন পুলিশ।
জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে বুধবার রাতে পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে দলসদর থানাধীন ছোট শালগাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তি হলেন- পাবনা সদর থানাধীন গাড়িয়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মো. রাজ আহমেদ রনি (৪০)।
সূত্রে জানা যায়, শহরের ছোট শালবাড়ী এলাকার ভাড়াটিয়া মো. রাজু আহমেদ রনির অস্থায়ীভাবে নির্মিত যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে সিরাপ জব্দ করা হয়।
এ বিষয়ে পাবনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।