Logo
×

Follow Us

বাংলাদেশ

সাভারে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১৮:২০

সাভারে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক

সাভার মডেল থানা

সাভারে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সাইফুল ইসলামকে (২২) আটক করেছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাইফুল ইসলাম জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য। তিনি সাভারের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বুধবার (২৮ এপ্রিল) সাভারের ব্যাংক কলোনী এলাকার মাদ্রাসা মসজিদ রোড এলাকা থেকে সাইফুল ইসলামকে আটক করে র‍্যাব-৩ এর একটি দল।

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সালাউদ্দিন আরো বলেন, মামলা দায়েরের পর র‌্যাব সাইফুল ইসলামকে থানায় হস্তান্তর করেছে। পাঁচদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

র‍্যাব-৩ এর একজন কর্মকর্তারা বলেন, আটক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষকতার আড়ালে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। র‌্যাবের পক্ষ থেকে সাভার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫