Logo
×

Follow Us

বাংলাদেশ

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২১, ১৫:৫২

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশালের বাকেরগঞ্জে এ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছেন। এসময় গুরুত্বর আহত হয়েছেন আরো দুইজন। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শনিবার (৮ মে) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলাধীন লক্ষ্মীপাশায় ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাক সিমেন্ট বোঝাই করে বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমরে-মুচরে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার নিহত হয়।

বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে থেকে ট্রাক চালকের সহযোগী (হেলপার) রায়হানের মরদেহ উদ্ধার করা হয়।

পাশাপাশি আহত অপর দুইজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া রেকার দিয়ে ট্রাকটি ঘটনাস্থল থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫