Logo
×

Follow Us

বাংলাদেশ

উপহারের ৩০ হাজার টিকা চেয়েছে চীনা দূতাবাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২১, ১৮:৩৭

উপহারের ৩০ হাজার টিকা চেয়েছে চীনা দূতাবাস

বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া করোনাভাইরাসের টিকার পাঁচ লাখ ডোজ থেকে ৩০ হাজার ডোজ টিকা নিজেদের জন্য চেয়েছে চীনা দূতাবাস।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং গত ১১ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে টিকা চেয়ে চিঠি দিয়েছেন।

বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের জন্য এ টিকা চাওয়া হয়েছে উল্লেখ করে চিঠিতে জানানো হয়, বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দিতে চায় তারা।

আনোয়ার খান মডার্ন গ্রুপের গণমাধ্যম ও রাজনৈতিক শাখার জনসংযোগ কর্মকর্তা শেখ নাজমুল হক সৈকত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হক সৈকত বলেন, করোনায় আক্রান্ত হয়ে অনেক চীনা নাগরিক আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া চীনা দূতাবাসের সঙ্গে এই হাসপাতালটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা সরকারের কাছে ৩০ হাজার টিকা চেয়েছে। আনোয়ার খান মডার্ন হাসপাতালের মাধ্যমে এসব টিকা বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের প্রয়োগের ইচ্ছা রয়েছে দূতাবাসের।

গত বুধবার ভোরে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে আসে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ করোনার টিকা। পরে ওইদিনই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে টিকাগুলো পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫