Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজবাড়ীতে অস্ত্রসহ ১২ মামলার আসামি গ্রেফতার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২১, ১৯:২৭

রাজবাড়ীতে অস্ত্রসহ ১২ মামলার আসামি গ্রেফতার

অস্ত্রসহ গ্রেফতার ১২ মামলার আসামি পিয়ারুল সরদার। ছবি: রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদকসহ ১২ মামলার পলাতক আসামি পিয়ারুল সরদারকে (২৬) অস্ত্র ও হোরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ি এলাকায় তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

পিয়ারুল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হুারুন সরদারের ছেলে। 

রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন , রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১২ মামলার পলাতক আসামি পিয়ারুলকে শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ১১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে রাতে তার দেয়া তথ্য মতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া নতুন ব্রিজ এলাকায় থেকে একটি ওয়ান শুটারগান এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে পিয়ারুলের বিরুদ্ধে রাজবাড়ী থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হয়েছে বলে তিনি জানানা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫