Logo
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২১, ১৯:৫৪

সুনামগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- উপজেলার কুবাজপুর গ্রামের কাচা রবি দাসের স্ত্রী চান মতি রবিদাস (৪৫), ও তার ছেলে অরুণ রবিদাস (১১) এবং একই উপজেলার পাটলী ইউনিয়নের ময়না মিয়া (৬৫)।

রবিবার (১৬ মে) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে সকালে বৃষ্টির মধ্যে বাড়ির সার্ভিস লাইন ছিঁড়ে পুকুরে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫