Logo
×

Follow Us

বাংলাদেশ

ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় জেলা প্রশাসনের সাইনবোর্ড

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২১, ১৯:৫৮

ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় জেলা প্রশাসনের সাইনবোর্ড

রাঙ্গামাটিতে পাহাড় ধসে প্রাণহানি প্রতিরোধে আগাম প্রস্তুতি হিসেবে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা চিহ্নিত করে সাইনবোর্ড স্থাপন করেছে জেলা প্রশাসন। এছাড়া স্থানীয়দের সচেতনতার লক্ষে লিফলেটও বিলি করা হয়েছে। 

সোমবার (১৭ মে) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শিমুলতলী, রূপনগর পাড়া, মনতলা, যুব উন্নয়ন এলাকার যেসব স্থানে পাহাড় ধস হয়; সেসব স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড বসানো হয়েছে। 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সাথে রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা তুজ জোহরা, ৬নং ওয়ার্ড কমিশনার রবি মোহন চাকমাসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সাইনবোর্ড লাগানো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা হিসেবে এ কার্যক্রম হাতে নিয়েছি। এর অংশ হিসেবে শহরের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত এলাকায় আমরা সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি। এছাড়া সবাইকে সচেতন করার কাজ করছি। তারা যাতে নিরাপদ স্থানে সরে যেতে পারে। 

করোনাভাইরাসের সংক্রমণ থাকায় অস্থায়ীভাবে প্রতিটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়সহ সকল সরকারি প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার প্রস্তুতি রয়েছে।

জেলা প্রশাসক বলেন, অনেকে অবৈধভাবে পাহাড়ের জায়গা দখল করে বসবাস করছে; আবার অনেকে ভাড়াও দিচ্ছেন বলে আমি শুনেছি। আইন-শৃঙ্খলাবাহিনীর সমন্বয়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। 


প্রসঙ্গত, ২০১৭ সালের ১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে ১২০ জনের প্রাণহানি ঘটে। এর পরের বছর ২০১৮ সালে জেলার নানিয়ারচর উপজেলাতেও পাহাড় ধসে ১১ জনের প্রাণহানি ঘটেছে। বিগত কয়েকবছরে পার্বত্য চট্টগ্রামের তিন পাহাড়ি জেলায় পাহাড় ধসের ঘটনায় দেড় শতাধিক প্রাণহানি হয়েছে। তবুও থেমে নেই কাটা আর ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা। 

এদিকে স্থানীয় বিশিষ্টজনরা বলছেন, প্রতিবছর ‘নিয়ম করে’ বর্ষা মৌসুমের আগেই ঝুঁকিপূর্ণ এলাকায় সাইনবোর্ড টাঙালে ঠেকসই কিছুই হবে না। যারা পাহাড়ি ঢালুতে ঝুঁকিতে বসবাস করছে তাদের কিভাবে অন্যত্র স্থানান্তর করা যায়; সে ব্যাপারে সরকারকে ভাবতে হবে। অন্যথায় প্রতিবছরই নিয়ম করে সাইনবোর্ড টাঙানো যাবে আমূল কোনো পরিবর্তন ঘটবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫