
চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় নানার বাড়িতে গিয়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ হয় সাত বছরের শিশু ইমাম হোসাইন আবির। উদ্ধার অভিযান চালিয়েও সন্ধান মিলছিলো না তার। দীর্ঘ ২৩ ঘণ্টা পর বেতাগী গ্রামের অংশে মরদেহ ভেসে ওঠে।
পরে স্থানীয়দের সহায়তায় বুধবার (১৯ মে) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ আবিরের মরদেহ কর্ণফুলী নদীর বেতাগী গ্রামে ভেসে ওঠে বেলা ১১টায়। শিশুটির মৃত্যুতে কোনো অভিযোগ না থাকলে উদ্ধারকৃত লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।
শিশু ইমাম হোসাইন আবির দক্ষিণ পোমরা মতোয়াল্লী পাড়ার প্রবাসী মুহাম্মদ সৈয়দুর রশীদের ছেলে। সে তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
কাউখালী হযরত কাঙ্গালী শাহ্ (রা.) মাজারসংলগ্ন কর্ণফুলী নদীতে মঙ্গলবার নিখোঁজ হয় আবির। পরে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দল ও ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও তার খোঁজ মিলছিলো না।