Logo
×

Follow Us

বাংলাদেশ

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২১, ২১:৫৭

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে এনায়েত হোসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২০ মে) সকালে উপজেলার উত্তর রাজাপুর গ্রামে বাড়ির পুকুরে ডুবে ওই শিশু মারা যায়। শিশু এনায়েত রাজাপুর গ্রামের জাকারিয়া সরদারের ছেলে।

শিশুটির পিতা জাকারিয়া সরদার জানান, সকালে ঘুম থেকে উঠে খেলতে খেলতে এনায়েত ঘর থেকে বাইরে যায়। এর কিছুক্ষণ পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে কোথাও না পেয়ে তার ভাই সোলায়মান সরদার পুকুরে নেমে খুঁজতে থাকে। একপর্যায়ে পানির নিচ থেকে এনায়েতের দেহ উদ্ধার করে সোলায়মান। দ্রুত সময়ের মধ্যে এনায়েতকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও অনাপত্তি আবেদনের প্রেক্ষিতে শিশু এনায়েতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫