Logo
×

Follow Us

বাংলাদেশ

নাটোরে আম সংগ্রহ শুরু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২১, ১৫:০৭

নাটোরে আম সংগ্রহ শুরু

আম সংগ্রহ করছেন জেলা প্রশাসক মো. শাহ রিয়াজ

নাটোরের বাগাতিপাড়ায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার (২১মে) সকাল ১১টায় বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামে গাছ থেকে গোপালভোগ আম সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহ রিয়াজ। 

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গকুল প্রমুখ।

নাটোর জেলায় এবার ৫ হাজার ৮০০ হেক্টর জমিতে ৮০ থেকে ৮৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার আড়াইশ থেকে তিনশ কোটি টাকার আম বেচা-কেনা হবে বলে ধারণা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫