Logo
×

Follow Us

বাংলাদেশ

পলাতক ভারত ফেরত করোনা রোগী আটক

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২১, ১৮:৫৩

পলাতক ভারত ফেরত করোনা রোগী আটক

ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত ইউনুস গাজী

ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত যশোর হাসপাতাল থেকে পলাতক ইউনুস গাজীকে ৬দিন পর চাঁদপুর থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ মে) ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকা থেকে ইউনুস গাজীকে আটক করে পুলিশ। 

এ সময় ইউনুস গাজীর সাথে তার মা, ফুফু ও ফুফাতো বোনকেও ধরে এনে পুলিশ পাহারায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইশোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

জানা যায়, গত ১৩ মে যশোর হাসপাতাল থেকে ভারত ফেরত ভারতের করোনা ভ্যারিয়েন্টে আক্রান্ত ফরিদগঞ্জের ইউনুছ আলী পালিয়ে যায়। ইউনুস পালিয়ে যাওয়ার পর থেকে তাকে অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৪ ও ২৫ এপ্রিল এ হাসপাতাল থেকে ভারত ফেরত সাতজনসহ মোট ১০ করোনা রোগী পালিয়ে যান। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫