Logo
×

Follow Us

বাংলাদেশ

কারাগারে আইসোলেশন সেন্টার চালু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২১, ২১:৪৬

কারাগারে আইসোলেশন সেন্টার চালু

আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ছবি: সংগৃহীত

বন্দিদের করোনা চিকিৎসায় আইসোলেশন সেন্টার চালু করেছে কারা অধিদফতর। যেখানে একসাথে ১৩৯ জনকে চিকিৎসা দেয়া সম্ভব হবে। 

রবিবার (২৩ মে) সকালে অনলাইনে তিনটি আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনায় পুরো বিশ্ব বিরূপ পরিস্থিতে পড়লেও বাংলাদেশের অবস্থা ভালো। বন্দিদের করোনা থেকে রক্ষায় এরইমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে স্বজনদের সাথে সাক্ষাত বন্ধ করা হয়েছে। এরপরও কেউ সংক্রমিত হলে রাখা হয়েছে উন্নত চিকিৎসার ব্যবস্থা।

আইসোলেশন সেন্টার ও কারাগারের নানা সুবিধা নিশ্চিত করতে সহায়তা করার জন্য বেসরকারি সংস্থা আইসিআরসিকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫