Logo
×

Follow Us

বাংলাদেশ

পঞ্চগড়ে কিশোরীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২১, ২০:২২

পঞ্চগড়ে কিশোরীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

পঞ্চগড় মানচিত্র

পঞ্চগড়ের আটোয়ারীতে কিশোরীকে উত্যক্ত করার দায়ে এক যুবককে দশ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চাঁদপুর ভোমরাদহ এলাকার প্রভানন চন্দ্রের ছেলে লিটন চন্দ্র (২১) বুধবার সন্ধ্যায় আটোয়ারী উপজেলার জন্মভূমি পার্ক সংলগ্ন রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ১৬ বছর বয়সী এক কিশোরীকে উত্যক্ত করে। 

এই সময় স্থানীয়রা তাদেরকে আটক করলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. শামসুজ্জামান পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হলে দণ্ড বিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় লিটন চন্দ্রকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫