Logo
×

Follow Us

বাংলাদেশ

কুড়িগ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২১, ১৮:১৯

কুড়িগ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত শিশুদের পরিবারের আর্তনাদ। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (৩০ মে) ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- অপু মিয়ার মেয়ে সেফালী (৫), সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া (৫) এবং জহুরুল ইসলামের মেয়ে জেসমিন (৫)। নিহত তিন শিশুই সমবয়সী মামাতো ফুফাতো বোন। 

এলাকাবাসী আব্দুল মালেক জানান, বাড়ির সাথে সংকোষ নদীর একটি শাখায় পরিবারের অজান্তে গোসল করতে যায়। সেখানে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে অনেকক্ষণ তাদের সন্ধান না পাওয়ায় অভিভাবকরা আশেপাশে খোঁজ করতে থাকে। এসময় সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন পানিতে দুইজনের মরদেহ ভাসতে দেখেন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পানি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। 

এলাকাবাসী উপেন্দ্র নাথ বলেন, নিহত তিনজনের মধ্যে সাদিয়া এবং জেসমিন চাচাতো বোন এবং সেফালী তাদের ফুফাতো বোন হয়। পাশাপাশি বাড়ি হওয়ায় তারা তিনজন সারাদিন এক সাথে থাকতো, খেলাধুলা করতো। এই তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫