-60b4a714138d4.jpg)
মানববন্ধনে বক্তব্য রাখছেন নেতৃবৃন্দরা
মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক সিএস ম্যাপ অনুযায়ী পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানববন্ধন শেষে এ দাবিতে পাবনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৩১ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন পাবনা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, বাপার সভাপতি এড. তসলিম হাসান সুমন, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলম প্রমূখ।
বক্তারা বলেন, ইছামতি নদী সিএস ম্যাপ অনুযায়ী খনন কাজ করার জন্য মহামান্য হাইর্কোটের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। ইতিমধ্যেই শুরু হওয়া ইছামতি নদীর উৎসমুখে সংযোগ খাল খনন কাজে প্রস্বস্থতা ও গভীরতা সিডিউল মোতাবেক করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। সংশ্লিষ্ট ঠিকাদার ইছামতি নদী খননের মতো একটি গুরুত্বপূর্ণ
প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না করেই বিল তুলে নেয়ারও পায়তারা করছেন বলে অভিযোগ করেন বক্তারা।
ইছামতি নদীর প্রাণপ্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে হাইর্কোটের নির্দেশনা অনুযায়ী নদীর দুপাড়ের অবৈধ দখলদার উচ্ছেদ এবং খননকাজ যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়ে মানববন্ধন শেষ করেন উপস্থিত নেতৃবৃন্দ।