Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশগামীদের করোনা পরীক্ষা আর্মি স্টেডিয়ামে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২১, ১৬:০৮

বিদেশগামীদের করোনা পরীক্ষা আর্মি স্টেডিয়ামে

ছবি: সংগৃহীত

বিদেশগামী মানুষের করোনা নমুনা পরীক্ষা এখন থেকে আর্মি স্টেডিয়ামে করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (৬ জুন) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এ কথা জানান।

তিনি বলেন, ‘বিদেশগামী মানুষের জন্য আরো উন্নত ল্যাব সেবা দিতে ডিএনসিসি আরটি-পিসিআর কার্যক্রম আার্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। আগে করোনার নমুনা দিতে হতো মহাখালীতে অবস্থিত ডিএনসিসি বুথে। সেখানে এখন করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নির্ধারিত করা হয়েছে।’

‘কিছু অসাধু এবং দালাল শ্রেণির মানুষ বিদেশগামী মানুষদের প্রতারিত করছে এবং ভুয়া সার্টিফিকেট দিচ্ছে। এ বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে’- বলেন তিনি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫