Logo
×

Follow Us

বাংলাদেশ

জমে উঠেছে তালের ব্যবসা

Icon

দেওয়ান আবুল বাশার

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৮:৪৭

জমে উঠেছে তালের ব্যবসা

তাল

কাঠফাটা রোদ আর তীব্র গরমে মানিকগঞ্জে তালের ব্যবসা জমে উঠেছে। এ গরমে একটু প্রশান্তি পেতে সাধারণ মানুষ তালের শাঁস খাচ্ছেন। ফলে গত কয়েক দিনের গরমে বেড়েছে তালের শাঁস বিক্রি। 

সেইসঙ্গে দামও বেড়েছে বেশ। শহরের বাসস্ট্যান্ড, শহীদ রফিক সড়ক, বাজার সেতু বেউথা বাজার সহ বিভিন্ন জায়গায় তালের শাস বিক্রি করছেন বিক্রেতারা। অনেকেই পরিবারের জন্য তালের শাঁস কিনে নিয়ে যাচ্ছেন। 

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড বাজারে তালের শাঁস কিনেন, পল্লী বিদ্যুৎ মসজিদের ইমাম মাওলানা শামসুল হক কথা হয় তার সঙ্গে, 

তনি বলেন, গরমে একটু প্রশান্তি পেতে তালের শাঁস কিনেছি। বাড়িতেও সবার জন্য নিয়ে যাচ্ছি। গরমে তালের শাঁস বেশ আরামদায়ক। কোর্ট চত্বরে কথা হয় ক্রেতা মর্জিনার সঙ্গে। 

তিনি বললেন, মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি। নাতি-নাতনিদের জন্য বাইরের ভাজা-পোড়া না নিয়ে তালের শাঁস নিয়ে যাচ্ছি। এত গরমে কিছুটা ভালো লাগবে।

 বউথা মোড়ে তালের শাঁস বিক্রেতা ইদ্রিস আলী বলেন, গত কয়েক দিন আগে প্রতি পিস তাল ৩০ টাকা করে বিক্রি হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫