Logo
×

Follow Us

বাংলাদেশ

কবরস্থানে সাইনবোর্ড লাগানো নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২১, ১৬:৩২

কবরস্থানে সাইনবোর্ড লাগানো নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

চট্টগ্রাম মহানগরের বাকলিয়ার আবদুল লতিফ হাটখোলা এলাকার বড় মৌলভী কবরস্থান নিয়ে স্থানীয় দুইপক্ষের বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার (১১ জুন) সকালে ওই কবরস্থানে সাইনবোর্ড লাগানো নিয়ে আবারও উত্তেজনা দেখা দেয়। পরে সেই উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। এ সময় গুলিবিদ্ধ হন ৪ জন। এছাড়া আহত হন আরও ৯ জন।

গুলিবিদ্ধরা হলেন- মাসুদ (২৮), মুরাদ (২৫), ফয়সাল (২৮) ও আবদুল্লাহ কাইছার (৩৯)। আহতরা হলেন, জাহাঙ্গীর (৪২), তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও সামাদ (২২)।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘সকাল ১০টার দিকে এলাকার বড় মৌলভী কবরস্থানে নতুন সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে স্থানীয় বড় মৌলভী বাড়ির লোকজন ও ইয়াকুব আলীর লোকজনের সংঘর্ষ হয়। আমরা যাওয়ার আগেই সেখানে গোলাগুলির ঘটনা হয়েছে বলে শুনেছি। তবে আমরা গেলেই সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

এদিকে আহতদের উদ্ধার করে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, আহতদের মধ্যে চারজন গুলিবদ্ধ হয়েছেন। আর বাকি ৯ জন এসেছেন বিভিন্ন ধারালো অস্ত্রের আঘাত নিয়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫