Logo
×

Follow Us

বাংলাদেশ

রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শনে বান্দরবানের এসপি

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২১, ১৯:১১

রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শনে বান্দরবানের এসপি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অবস্থিত রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শনে পুলিশ সদস্যরা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অবস্থিত রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জেরিন আখতার।

রবিবার (১৩ জুন) দুপুরে রেডিয়েন্ট গার্ডেনে এলে পুলিশ সুপারকে স্বাগত জানানো হয়।

পরিদর্শনকালে জেরিন আখতার বনায়ন প্রকল্পের বিভিন্ন স্পট ঘুরে দেখেন।

এ সময় এএসপি রেজুয়ানুল আহমদ (সার্কেল লামা), নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি (তদন্ত) মো. দেলোয়ার হোসেনসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ কর্মকর্তাদের স্বাগত জানান রেডিয়েন্ট গার্ডেনের প্রকল্প সমন্বয়কারী মশহুর উর রহমান লিটন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫