Logo
×

Follow Us

বাংলাদেশ

উপবৃত্তির টাকা আত্মসাৎ, ২ শিক্ষক আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২১, ২১:০৩

উপবৃত্তির টাকা আত্মসাৎ, ২ শিক্ষক আটক

তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ফয়সাল ও নাসির।

কক্সবাজারের মহেশখালীতে শিক্ষার্থীদের গোপন পিন পরিবর্তন করে সরকারের দেয়া উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে দুই শিক্ষক আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ফয়সাল ও নাসির।

রবিবার (১৩ জুন) সকালে দুই শিক্ষককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি আবদুল হাই বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপবৃত্তির টাকা প্রদান করছে সরকার। একটি নির্দিষ্ট গোপন পিন নম্বরে সেই টাকাগুলো পৌঁছে দেয়া হয়। এখানে শিশু, শিশুর পিতা-মাতার আবেগ জড়িত রয়েছে। কিন্তু কোমলমতি শিশুদের টাকাগুলো আত্মসাতের ফন্দি করে একটি চক্র। তাদের দুইজনকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আরো কিছু টাকা তাদের মোবাইলে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

সরকারের উপবৃত্তির টাকা দেয়ার মাধ্যম ‘পিন নম্বর’ যেন কাউকে না দেয়, সে বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন ওসি আবদুল হাই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫