Logo
×

Follow Us

বাংলাদেশ

স্বামীর গোপনাঙ্গ কেটে পালালো স্ত্রী

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২১, ১৭:৩৭

স্বামীর গোপনাঙ্গ কেটে পালালো স্ত্রী

গাজীপুর মানচিত্র

গাজীপুরের কাশিমপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রী হোসনে আরা আক্তার মোরশেদা (২৭) বিরুদ্ধে। 

সোমবার (১৪ জুন) সকালে নগরীর কাশিমপুরে লালদিঘী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বামী শাহজাহানকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে শাহজাহানের স্ত্রী মোরশেদা আক্তার। লালমনিরহাট জেলার আদিতমারী থানার চরিতাবাড়ী এলাকার আবদুল কাদেরের ছেলে শাহজাহান। একই এলাকায় বাড়ি তার স্ত্রীর। 

কাশিমপুর থানাধীন লালদিঘির পার রওশন মার্কেট এলাকার মোবারক হোসেনের বাড়িতে বাসা ভাড়ায় থেকে দুইজনে স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করতেন।

শাহজাহানের চাচা সাত্তার মিয়ার মুঠোফোনে বলেন, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই দুঃখ। ভাতিজা সুস্থ না হওয়া পর্যন্ত মামলার বিষয় কিছুই বলা যাচ্ছে না। 

কাশিমপুর জিএমপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫