Logo
×

Follow Us

বাংলাদেশ

সিরাজগঞ্জে স্কুলের বাথরুমে মিললো যুবকের লাশ

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২১, ১৯:৫১

সিরাজগঞ্জে স্কুলের বাথরুমে মিললো যুবকের লাশ

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বাথরুম থেকে আব্দুল মতিন (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) সকালে লাশ উদ্ধার করা হয়। নিহত মতিন তালম পদ্মপাড়া গ্রামের ফজলার রহমানের ছেলে ও  পেশায় ইলেকট্রনিক মেকার।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, নিহত আব্দুল মতিন উপজেলার গুল্টা বাজারের ইলেকট্রনিকস সামগ্রী মেরামতের মেকার। গুল্টা বাজারে দোকান রয়েছে।

বুধবার সকালে গুল্টা বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বাথরুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে এটা একটা হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫