Logo
×

Follow Us

বাংলাদেশ

অভিযোগ স্পষ্ট নয়: তৌফিক ইমরোজ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ২১:৩৩

অভিযোগ স্পষ্ট নয়: তৌফিক ইমরোজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেছেন, ঠিক কী অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধান করছে, সেটা এখনো তার কাছে ‘স্পষ্ট নয়’।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের বক্তব্য জানান। পরে বিকেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

তৌফিক ইমরোজ খালিদী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ তো সে অর্থে এখনো পরিষ্কার না। তারা তদন্ত করে বোঝার চেষ্টা করছেন, কারণ একটা চিঠি আসছে বোধহয় কোনো একটা জায়গা থেকে, সেটার ভিত্তিতে তো কাজ করা হচ্ছে।

অভিযোগের বিষয়টি নিয়ে দুদককে প্রশ্ন করতে সাংবাদিকদের পরামর্শ দেন তৌফিক ইমরোজ খালিদী।

দুদক সচিব দিলোয়ার বখত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সুনির্দিষ্ট’ অভিযোগ পেয়েই তারা অনুসন্ধান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোরের সম্পাদককে আজকে দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিডিনিউজের শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ গ্রহণ এবং মানি লন্ডারিং।

গত ৫ নভেম্বর দুদকের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে তৌফিক ইমরোজ খালিদীকে ১১ নভেম্বর দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়। চিঠিতে বলা হয়, খালিদীর নিজের এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হিসাবে ‘বিপুল পরিমাণ টাকা স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন’ এবং বিভিন্ন ‘অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ’ অর্জনের অভিযোগে তার বক্তব্য জানা প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন করলেও দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোয় সেদিন কমিশনের দপ্তরে যান। পরে দুদকের পক্ষ থেকে তাকে ২৬ নভেম্বর নতুন তারিখ দেওয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫