জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২১, ২০:৩৫

জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা।
আগামী জুলাই মাস থেকেই প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১২ হাজার টাকা।
রবিবার (২০ জুন) রাজধানীতে নবনির্মিত ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সম্মানীর বৃদ্ধির কথা জানান।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনার করা তুলে ধরে মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ কাজ কয়েক দিনের মধ্যে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ প্রকল্প অনুমোদন করেছেন। প্রথমে ১৪ হাজার থাকলেও পরে প্রধানমন্ত্রী এ সংখ্যা ৩০ হাজারে উন্নীত করেন।
মন্ত্রী এ সময় সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগ করতে আহবান জানান।