
ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি : ভোলা প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ভোলা জেলার বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা ও চরফ্যাশন উপজেলার ১২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। আজ (সোমবার) সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
ইউনিয়নগুলো হচ্ছে- গঙ্গাপুর, সাচড়া, সম্ভুপুর, চাঁচড়া, চাঁদপুর, হাজিরহাট, দক্ষিণ সাকুচিয়া, চর মাদ্রাজ, চর কলমি, হাজারিগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর।
ইতিমধ্যেই চরফ্যাশন উপজেলার পাঁচটি ও বোরহানউদ্দিন উপজেলার একটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে ২৫ জন, পুরুষ সদস্য পদে ৪০৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা সকাল থেকেই ভোট কেন্দ্রে এসে হাজির হয়েছেন। তবে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না।
এদিকে শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর আওতায় বিভিন্ন কেন্দ্রে র্যাব, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত আছে।
প্রশাসনের পক্ষ থেকে এসব ইউনিয়নের ৪৭টি কেন্দ্রেকে ঝূঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।