Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২১, ২২:১৭

ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

প্রতীকী ছবি।

আগামীকাল মঙ্গলবার (২২ জুন) থেকে সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

সোমবার (২১ জুন) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ তথ্য জানান।

খন্দকার এনায়েত উল্লাহ বলেন, যে সাতটি জেলা লকডাউনের আওতায় আনা হয়েছে তার যেকোনো একটিকে এড়িয়ে ঢাকা শহরের বাস প্রবেশ করা সম্ভব নয়। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

এর আগে আজ সোমবার (২১ জুন) করোনাভাইরাসের বিস্তার রোধে আগামীকাল সকাল ৬টা থেকে দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়। আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

যে ৭ জেলায় লকডাউন দেওয়া হয়েছে সেগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫