দিনমজুর ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২১, ২২:০৫

উপ-পরিদর্শক (এএসআই) কবির হোসেন এবং আসামি আলাউদ্দিন।
নোয়াখালীতে দিনমজুরের ছদ্মবেশে আলাউদ্দিন (৩৫) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে তাকে সদর উপজেলা থেকে চরজব্বার থানার উপ-পরিদর্শক (এএসআই) কবির হোসেন গ্রেফতার করে।
গ্রেফতার আলাউদ্দিন উপজেলার চরজুবলী ইউনিয়নের পাংখার বাজার এলাকার শাহ আলমের ছেলে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আলাউদ্দিন একজন চিহিৃত মাদক কারবারি। ২০১২ সালের একটি মাদক মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়। এরপর থেকে সে নিজ উপজেলায় না থেকে পার্শ্ববর্তী সদর উপজেলায় আত্মগোপনে থেকে মাদক ব্যবসা চালায়।
বিভিন্ন সময় তাকে আটক করতে পুলিশ অভিযান চালায়। কিন্তু সে অপরিচিত কাউকে শার্ট-প্যান্ট পরা দেখলে গা ঢাকা দিয়ে থাকত।
ওসি জানান, বিকেলে চরজব্বার থানার এএসআই কবির হোসেন লুঙ্গি ও গলায় গামছা পরে ছদ্মবেশ ধারণ করে তাকে গ্রেফতার করে।
তাকে আগামীকাল বৃহস্পতিবার বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।