Logo
×

Follow Us

বাংলাদেশ

সীমান্তবর্তী জেলায় বিনামূল্যে করোনা পরীক্ষা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২১, ২১:০৯

সীমান্তবর্তী জেলায় বিনামূল্যে করোনা পরীক্ষা

সীমান্তবর্তী জেলায় বিনামূল্যে করোনা পরীক্ষা হবে।

ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ  তুলনামূলকভাবে বেশি। দেশে গত ৮ মে প্রথম ডেল্টা ভ্যারিয়েন্ট (ভারতীয় ধরন) শনাক্ত হয়। এই ধরন প্রবেশের কারণে সীমান্তবর্তী জেলাগুলোতে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এ কারণে এসব এলাকার দরিদ্র মানুষদের করোনা পরীক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে, খুলনা, রাজশাহী, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোর দরিদ্র মানুষের বিনামূল্যে কভিড শনাক্ত করার কথা জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত গত ২৪ জুন এক চিঠিতে জানানো হয়, কভিড পরীক্ষা বিনামূল্যে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগের অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়। সে বিষয়ে অর্থ বিভাগের এ বিষয়ে ভুতাপেক্ষ সম্মতি প্রদান করা হয়েছে।

সীমান্তবর্তী জেলার দরিদ্র মানুষের কভিড শনাক্তে বিনামূল্যে পরীক্ষা করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ও সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫