Logo
×

Follow Us

বাংলাদেশ

সর্বাত্মক ‘কঠোর বিধিনিষেধে’ থাকবে না মুভমেন্ট পাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২১, ১৫:৪৩

সর্বাত্মক ‘কঠোর বিধিনিষেধে’ থাকবে না মুভমেন্ট পাস

লকডাউনে টহলরত পুলিশ সদস্য। ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক লকডাউন দিতে যাচ্ছে সরকার।

লকডাউনে কঠোর অবস্থানে থাকবে সরকার। মাঠে থাকবে সেনাবাহিনী। এ সময়ে মুভমেন্ট পাসও থাকবে না বলেও জানানো হয়েছে।

সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, লকডাউন, শাটডাউন এসব কিছু না, কড়া বিধিনিষেধ পালন করা হবে। এবার পুলিশের কোনো মুভমেন্ট পাস থাকবে না। একবারে জরুরি সেবা ছাড়া কেউ ঘর হতে বের পারবে না। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস-আদালত সব বন্ধ থাকবে।

আগামীকাল মঙ্গলবার বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫