Logo
×

Follow Us

বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লার প্রথম চালান পাঠাল ভারত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২১, ২১:৩০

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লার প্রথম চালান পাঠাল ভারত

রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য সুন্দরবন হয়ে নদীপথে কয়লার প্রথম চালান বাংলাদেশে পাঠিয়েছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, শুক্রবার এসএমপি (শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর) কলকাতার নেতাজী সুভাষ ডক (এনএসডি) থেকে প্রায় চার হাজার টন কয়লা বাংলাদেশে রফতানি করা হয়েছে। 

সুন্দরবনের অদূরে বাগেরহাটের রামপালে ভারতের এনটিপিসি ও বাংলাদেশের পিডিবির যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ঝাড়খণ্ডের ধানবাদ থেকে এই কয়লা আনা হচ্ছে।

৩ হাজার ৮০০ টনের প্রথম চালান কলকাতা বন্দরে খালাসের পর বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত ক্যাপটিভ জেটিতে নিয়ে যাওয়া হয়।

জেডএস লজিস্টিকসের মাধ্যমে গোদাবরি কমোডিটিজ এই কয়লার রফতানিকারক।

এনটিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে দ্য হিন্দু বলছে, এসএমপি কলকাতা থেকে প্রতি মাসে ২০ হাজার টন ভারতীয় বাংলাদেশে যাবে বলে আশা করা হচ্ছে।

ভারতের সঙ্গে যৌথ উদ‌্যোগে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ‌্যুৎকেন্দ্র হচ্ছে, যা বিশ্ব ঐতিহ‌্য সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকিতে ঠেলে দেবে দাবি করে এর বিরুদ্ধে আন্দোলন করছে বাম দলগুলো।

তেল-গ‌্যাস খনিজ সম্পদ ও বিদ‌্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পর সুন্দরবন রক্ষা কমিটির ব‌্যানারে আরেকটি নাগরিক কমিটি আন্দোলন করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫