Logo
×

Follow Us

বাংলাদেশ

ইলেকট্রিক ব্যাট দিয়ে গৃহকর্মী নির্যাতন: দম্পতির বিরুদ্ধে মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ১৮:৩০

ইলেকট্রিক ব্যাট দিয়ে গৃহকর্মী নির্যাতন: দম্পতির বিরুদ্ধে মামলা

অভিযুক্ত গৃহকর্তা তান‌ভির আহসান (ডানে) ও তার স্ত্রী আইনজীবী না‌হিদ।

রাজধানীর তোপখানা রোডে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্তা মো. তানভির আহসান ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা শহিদ মিয়া।

সোমবার (৫ জুলাই) রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন তিনি। মামলা নম্বর ৪(৭)২১।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গৃহকর্তা তান‌ভির আহসান ও তার স্ত্রী আইনজীবী না‌হিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, ৯ মাস আগে নির্যাতনের শিকার সুইটিকে কাজের জন্য নিয়ে আসেন ওই দম্পতি। পরবর্তীতে সে কাজ করতে পারে না বলে বিভিন্ন অজুহাতে তাকে মারধর করেন তারা। গত ১ জুলাই রাত ১০টার দিকে সুইটিকে জামা কাপড় খুলে মশা মারার ইলেকট্রিক ব্যাট দিয়ে তার পেছনে শরীরের নরম মাংস পুড়িয়ে ফেলেন তারা। এছাড়াও রুটি বানানোর বেলন দিয়ে দুই হাত, পায়ের হাঁটুতে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন এ দম্পতি।

আঘাতে তার শরীরে রক্ত জমাট বেঁধে যায়। এরপর সুইটি জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করলে তাকে বাথরুমে আটকে রাখেন তারা। ৩ জুলাই রাত ১০টার দিকে সুইটি বাসা থেকে পালিয়ে আরেকজনের বাসায় আশ্রয় নেয়। পরে ওই বাসার গৃহকর্তা ইউসুফ বিষয়টি আশপাশের লোকদের জানালে তারা এ দম্পতির বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবহিত করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫