Logo
×

Follow Us

বাংলাদেশ

সিটি করপোরেশনে মডার্না, জেলা-উপজেলায় দেওয়া হবে সিনোফার্মের টিকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ২১:২৮

সিটি করপোরেশনে মডার্না, জেলা-উপজেলায় দেওয়া হবে সিনোফার্মের টিকা

সিটি করপোরেশনে মডার্না, জেলা-উপজেলায় দেওয়া হবে সিনোফার্মের টিকা।

সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। মডার্না ও সিনোফার্মের টিকা দিয়ে এ কার্যক্রম শুরু হবে বলে স্বাস্থ্য  অধিদফতর জানিয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে নিবন্ধন শুরু হবে। এর মধ্যে ১২টি সিটি করপোরেশন এলাকায় দেয়া হবে মডার্নার টিকা এবং উপজেলায় দেয়া হবে সিনোফার্মের টিকা

সোমবার কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, কমিটি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেওয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়, আর চীন থেকে কেনা সিনোফার্ম দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে।

টিকা সংকটের কারণে গেল ২ মে থেকে গণটিকাদানের অনলাইন নিবন্ধন বন্ধ ঘোষণা করে সরকার। ওইদিন পর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন নিবন্ধন করেছিল।

এর আগে সকালে শিগগিরই গণটিকাদান কর্মসূচির অনলাইন নিবন্ধন শুরু হবে বলে জানান স্বাস্থ্য অধিদফতর। মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, এখন বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫