
টাঙ্গাইলে করোনাভাইরাসের ডেল্টা ধরন শনাক্ত হয়েছে।
টাঙ্গাইলে করোনাভাইরাসের ডেল্টা ধরন শনাক্ত হয়েছে। এতে অতি দ্রুতই করোনা সংক্রমণ বাড়ছে।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বিষিয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস জানায়, গত দুই সপ্তাহ আগে টাঙ্গাইল থেকে ১৫টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে গত সোমবার ৫টির পরীক্ষার ফলাফল সিভিল সার্জন অফিস আসে। এতে ৫টিতেই ডেলটা ধরন শনাক্ত হয়েছে। ১০টি নমুনার ফলাফল পাওয়া যায়নি।
সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, জিনোম সিকোয়ান্সিং করে এ ধরন শনাক্ত করা হয়েছে। এটি শনাক্ত করতে ২ থেকে ৩ সপ্তাহ লাগে।
বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষ ডেল্টা ধরনের করোনায় আক্রান্ত। এই ধরন খুব দ্রুতই একজনের কাছ থেকে আরেকজনে ছড়ায়। যার কারণে জেলায় দ্রুতই করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও জানান সিভিল সার্জন।