Logo
×

Follow Us

বাংলাদেশ

কুড়িগ্রামে ২০০ বছরের পুরনো মূর্তি উদ্ধার

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ২২:২৩

কুড়িগ্রামে ২০০ বছরের পুরনো মূর্তি উদ্ধার

প্রাচীন গো-মূর্তি উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোসাইয়ের ভিটা থেকে প্রায় ২০০ বছরের প্রাচীন গো-মূর্তি উদ্ধার করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, শুক্রবার (৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতী গোসাইর ভিটা গ্রামের প্রভাষ, শ্রীধর, পরিমলসহ কয়েকজন গোসাইর ভিটার প্রাচীন রাজবাড়ির ধ্বংসস্তূপ থেকে পোড়া ইট ও পাথর সংগ্রহ করতে গিয়ে ইট-পাথরের নিচে মূর্তিটির সন্ধান পায়। পরে তারা সেটি উদ্ধার করে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের গো-মূর্তিটি সুখাতী গোসাইর ভিটা গ্রামের প্রভাষের বাড়িতে সংরক্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে কষ্টিপাথর সদৃশ গো-মূর্তিটি দেখতে মানুষজন ভিড় জমায়।

এ ব্যাপারে ওই এলাকার বৃদ্ধা চঞ্চলা বালা বলেন, আমরা শুনেছি প্রায় ২০০ বছর পূর্বে গোসাইর ভিটায় গোসাই নামে এক জমিদারের বাড়ি ছিলো। তারই নামে ওই গ্রামের নামকরণ করা হয় গোসাইর ভিটা। এটি ওই পুরনো বাড়ির মূর্তি বলে জানান তিনি।

পরে খবর পেয়ে শনিবার বিকেলে মূর্তিটি প্রভাষ চন্দ্রের বাড়ি থেকে নাগেশ্বরী থানায় নিয়ে আসে পুলিশ। 

এব্যাপারে নাগেশ্বরী থানার সাব ইন্সপেক্টর শহিদুল হক বলেন, খবর পেয়ে প্রভাষ চন্দ্রের বাড়ি থেকে মুতিটি থানায় নিয়ে আসা হয়েছে। এখন মূর্তিটি প্রাচীন এই মূর্তিটি সংরক্ষণের জন্য সরকারী আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫