Logo
×

Follow Us

বাংলাদেশ

লাঙ্গলবন্দ সেতুতে ৩৮ ঘণ্টা যান চলাচল বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ১৯:৪৭

লাঙ্গলবন্দ সেতুতে ৩৮ ঘণ্টা যান চলাচল বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লাঙ্গলবন্দ সেতু আগামী সোমবার (১২ জুলাই) রাত ১০টা থেকে বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত মেরামত কাজ করা হবে। এজন্য এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তবে সোমবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সেতুর এক পাশ দিয়ে উভয়মুখী যান চলাচল করবে।

রবিবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সময়ে মোগড়াপাড়া-কাইকারটেজ-নবীগঞ্জ-মদনপুর দিয়ে হালকা যানবাহন চলাচল করবে। ভারি যানবাহনের জন্য কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা দিয়ে চলাচল করবে।

সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫